নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : স্কুলের সামনে আড্ডা করতে বাধা দেওয়ার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে বন্দর থানার উত্তর নোয়াদ্দাস্থ নাজিম উদ্দিন ফকির চান উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যপারে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, বন্দরের উত্তর নোয়াদ্দা এলাকায় হাজী নাজিম উদ্দিন ফকির চান স্কুলের সামনে বসে কাইতাখালী এলাকার সাগর, সৌকত, হাসিবসহ ৮/৯ জনে বসে আড্ডা দিয়ে স্কুলে আসা মেয়েদের বাজে মন্তব্য ও দোকানে বসা নিয়ে একই মো: ছারহাম, ইসতিয়াকের সাথে কথা কাটাকাটি হয়। পরে তারা সঙ্গবদ্ধ হয়ে রাতে উত্তর নোয়াদ্দা এসে ইসতিয়াকদের উপর হামলা চালায়।
এ সময় উভয় পক্ষের সংঘর্ষে উত্তর নোয়াদ্দা এলাকার ছারহাম, ইসতিয়াক, লাদেন, হৃদয়, রোহান আহত হয়। একই সাথে কাইতাখলী এলাকার সাগর আহত হয়। উভয় পক্ষ রক্তাক্ত জখম নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে বর্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে।