নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো র্ফাম লিমিটেড এর বিরুদ্ধে সরকারি খাসের জমি অবৈধ ভাবে দখল করে বিশাল বাউন্ডারী দেয়াল দিয়ে ভবন স্থাপনের সংবাদ প্রকাশে টনক লড়েছে প্রসাশনের। যত দ্রুত সম্বপ উচ্ছেদ অভিযান চালানো হবে বলে নিশ্চিত করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার।
গত ২১ অক্টোবর সোমবার বন্দরে সরকারী খাস জমি দখল করে স্থাপন তৈরি করেছে পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো র্ফাম শিরোনামে বিভিন্ন অনলাইন মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। সরকারী খাস জমি হলেও পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো র্ফাম লিমিটেড এর মালিকপক্ষ ক্রয় সূত্রে মালিক দাবি করছে। সরকারী সম্পতি বিক্রির এখতিয়ার নেই বলেও নিশ্চিত করেছেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান।
গত রবিবার সকালে শান্তিনগর এলাকায় সরজমিনি গিয়ে দেখা যায়, দেয়াল টেনে বিশাল বাউন্ডারি করে ভিতরে পাকা স্থাপন তৈরি করেছে পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো র্ফাম লিমিটেড। কৃষি জমি নষ্ট করে বালু দিয়ে বরাট করে ভবন স্থাপন করছে পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো র্ফাম লিমিটেড।
এ ব্যাপারে এলাকাবাসী সাংবাদিকদের বলেন, আশরাফ উদ্দিন গং এবং ইউনিয়ন এপেলাস প্রায় ১২৫ শতংশ জমি নিয়ে দীর্র্গ দিন দরে মামলা চলতেছে কিন্তু এখন শুনি পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো র্ফাম লিমিটেড ইউনিয়ন এপেলাসের কাছ থেকে জমি ক্রয় করেছে। মামলা কৃত জমি ক্রয় করে সাথে প্রায় ৮শ শতংশ সরকারী খাস জমি দখল করে নিয়েছে পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো র্ফাম লিমিটেড।
এদিকে এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার সাংবাদিকদের বলেন, আমি স্থানীয় পত্রিকা পড়ে জানতে পেরেছি পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো র্ফাম লিমিটেড সরকারি খাসের জমি অবৈধ ভাবে দখল করে বাউন্ডারী দেয়াল দিয়ে ভবন স্থাপন করছে। সরকারী জমি কেনা বেচা এবং অবৈধ ভাবে দখল করার এখতিয়ার কারো নেই। আমি আজকেই সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানের সাথে আলাপ করে উচ্ছেদ অভিযান চালাবো।