নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে নাসিক ২২নং ওয়ার্ড লেজারার্স আবাসিক এলাকাস্থ দীর্ঘদিনের পুরনো ও অবহেলিত মসজিদের পুরাতন ভবন ভেঙে ৫ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন করেছেন লেজারার্স পঞ্চায়েত কমিটির সভাপতি যুবলীগ নেতা খান মাসুদ। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২ টায় এলাকাবাসীর কাংখিত জরাজীর্ণ মসজিদটি আধুনিকায়ন করার লক্ষ্যে পুরাতন মসজিদটি ভেঙে একাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন পূর্বে যুবলগী নেতা খান মাসুদ বলেন, বন্দরের প্রায় সব এলাকার মসজিদ উন্নয়ন হলেও এমসজিদে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। লেজারার্স এলাকার এই মসজিদটি দীর্ঘদিনের পুরনো ও অবহেলিত। মসজিদটি আকারে অনেক ছোট ও অজু খানার ব্যবস্থা ভালো না হওয়ায় এখানকার মুসল্লীদের নামাজ পরতে খুব সমস্যা হয়। বিশেষ করে জুম্মার নামাজ আদায় করতে হয় রাস্তা বন্ধ করে। তাছাড়া মসজিদে যায়গা স্বল্পতা থাকার কারনে অনেক মুসলীø অন্যত্র চলে যায়। মসজিদটি খুব বেশি পুরনো হওয়ায় এমসজিদে নামাজ আদায় করতে আগ্রহ হারিয়ে ফেলেছে স্থানীয় যুবকরা। মসজিদটি আধুনিকায়ন হলে বে-নামাজিরাও নামাজে আকৃষ্ট হবে। তাই আমি এই মসজিদ উন্নয়নে স্থানীয় বিত্তবান ও প্রবাসীসহ সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।
মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন পূর্বে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মলিাদ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, লেজারার্স মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী সোলেইমান হোসাইন আল-কাদরি। এসময় আরও উপস্থিত ছিলেন, শামসুদ্দিন খান, মো. শরিফ হাসান চিশতী, লিটন খান, জিন্না মিয়া, মো. সেলিম দেওয়ান, শফিকুল ইসলাম, চাঁন বাদশা, আল-আমিন,মোস্তফা দেওয়ান, জাকির হোসেন, আব্দুল করিম প্রমুখ।