বন্দরে র‌্যাবের হাতে মদ ও গাঁজাসহ আটক-২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে ৬৮ লিটার দেশীয় মদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। আটকরা হলেন, রমজান (৪১) ও পারভেজ (২৪)। তারা নারায়ণগঞ্জ বন্দর থানার একরামপুর এলাকায় বাসিন্দা। রবিবার (১ ডিসেম্বর) র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (৩০ নভেম্বর) রাতে বন্দর কদমরসুল সুইপার কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৮ লিটার দেশীয় মদ ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, একটি অপরাধী চক্র সুইপার কলোনিতে মদ ও গাঁজার আখড়া তৈরি করেছে। তাদের এ মদ ও গাঁজার আখড়ায় স্কুল কলেজে পডুয়া ছাত্ররা গিয়ে মদ ও গাঁজা সেবন করে আসছে। ঘটনার সত্যতা পেয়ে র‌্যাব মদ ও গাঁজার আখড়া বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

add-content

আরও খবর

পঠিত