নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো: সহিদুল ইসলাম শিপু ) : বন্দর উপজেলার ঐতিহ্যবাহী বন্দর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের জাউতলা, কলাবাগ ও চৌধরীবাড়ি এলাকার প্রধান রাস্তাটি সংস্কারে অভাবে র্দীঘ দিন ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে । সে সাথে উল্লেখিত এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ওই এলাকায় বসবাসরত পাঁচ শতাধিক পরিবার এই বৃষ্টির দিনে চরম দূর্ভোগের মধ্যে রয়েছে বলে গনমাধ্যমকে জানিয়েছে ভূক্তভোগীরা।
বর্তমানে সংস্কারে অভাবে প্রায় ৩ কিলোমিটারের রাস্তাটি যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পরার উপক্রম হয়ে দাড়িয়েছে। রাস্তার বেহাল অবস্থা থাকায় অনেক যাত্রী সাধারন যানবাহনে না চড়ে পায়ে হেটে চলাচল করতে দেখা গেছে। একটু বৃষ্টি হলে রাস্তায় প্রচন্ড জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নানা দূর্র্ভোগে পরে শত শত পথচারি। রাস্তাটি বেহাল অবস্থা থাকার পরও প্রতিদিন মারাত্নক ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, বর্ষা মৌসুমে অতিরুক্ত বৃষ্টির পানি রাস্তায় জমে থাকায় রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বিকল্প রাস্তা না থাকার কারনে আশে-পাশের এলাকার হাজার হাজার বিভিন্ন পেশার মানুষ বাধ্য হয়ে উক্ত রাস্তা দিয়ে চলাচল করে আসচ্ছে।
এ ব্যাপারে বন্দর ইউনিয়ন পরিষদের চেযারম্যান এহসান উদ্দিন আহম্মেদের সাথে আলাপ কালে বলেন, আমাদের নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমানের ডিও লেটারে ১ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্ধ হয়েছে কলাবাগ জাউতলার রাস্তার জন্য। সেই সাথে রাস্তার টেন্ডার হয়ে গেছে এখন অফিসিয়াল কাজ বাকি আশা করি আগামী মাসে কাজ ধরা হবে।