বন্দরে মুদি ব্যবসায়ীকে পিটিয়ে জখম ক্ষতস্থানে মরিচগুঁড়া নিক্ষেপ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুদি ব্যবসায়ী রিপন (৪০) ও তার দুলাভাই প্রবাস ফেরত নুর হোসেন (৫০) কে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসী আলাউদ্দিন ও তার সাঙ্গপাঙ্গরা। ২ মার্চ শনিবার সকাল ১২টায় থানার কাজীবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত রিপন বন্দর উপজেলার কাজীবাড়ী এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে ও দুলাভাই নুর হোসেন একই এলাকার মমিনচান মিয়ার ছেলে। এ ব্যাপারে নুর হোসেন বাদী হয়ে ৫ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হচ্ছে কাজীবাড়ী এলাকার ফজলু মিয়ার ছেলে আলাউদ্দিন, একই এলাকার মৃত ওমর প্রধাণের ছেলে কালু ও তার ৩ ছেলে হানিফ, হাসান এবং হাবিব।

সুত্রে জানা গেছে, আহত রিপনের দুলাভাই নুর হোসেন বন্দর মৌজাস্থ ৬ শতাংশের একটি জমি ক্রয় সুত্রে মলিক হয়ে ভোগ দখল করে আসছে।  ইতিপুর্বে কয়েকবার নুর হোসেন ঐ জমিতে অস্থায়ী সীমানা প্রাচীর তৈরী করলেও কিন্তু উল্লেখিত আসামীরা তা ভেঙ্গে দেয়।

এরই প্রেক্ষিতে শনিবার সকালে  নুর হাসেন ওই জমিতে স্থায়ীভাবে প্রাচীর নির্মান কাজ শুরু করলে উল্লেখিত আসামীরা তার উপর আকস্মিক হামালা চালায়। এতে তার শ্যালক রিপন এর প্রতিবাদ করলে তারা আরো ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে নির্মম ভাবে পিটিয়ে রিপনের বাম হাতে ও পিঠে মারাত্মক আঘাত করে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা রিপনের বাম হাতের ক্ষতস্থানে মরিচগুঁড়া ঢেলে দেয়। আহতদের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে নানা হুমকি ধামকি দিয়ে পালিয়ে যায়। আহতদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।

add-content

আরও খবর

পঠিত