নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাউছার আশার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বন্দর ইউনিয়ন বিএনপি উদ্যাগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টম্বর) বিকেল ৪ টায় বন্দর থানার বিবিজোড়াস্থ হাজী সাহেবের মোড়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, মিথ্যা মামলা দিয়ে কোন সম্মানিত ব্যাক্তিকে অসম্মানি করা যায় না। আপনাদের মনে রাখতে হবে নারায়নগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাতা মরহুম হাজী জালাল উদ্দিন আহাম্মেদ। নারায়ণগঞ্জে জালাল হাজী পরিবারের জনপ্রিয়তা আকাশচুম্বি। কোন ষড়যন্ত্র আতাউর রহমান মুকুল ও আবুল কাউছার আশার জনপ্রিয়তাকে বাধাগ্রস্থ করতে পারবে না। ষড়যন্ত্রকারিদের ধিক্কার জানাই। আমরা প্রতিবাদ সভার মাধ্যমে আতাউর রহমান মুকুল ও আবুল কাউছার আশার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
বন্দর ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী আনসার আলী সভাপতিত্বে ও বন্দর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তাকুর রহমান মোস্তাকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বন্দর উপজেলা বিএনপি সদস্য সচিব এড. আনিছ মোল্লা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি যুগ্ম আহবায়ক রাশেদ আহাম্মেদ টিটু, বন্দর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক হাজী আবুল হোসেন মেম্বার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, মহানগর বিএনপি নেতা ও ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, বন্দর ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ুন মোল্লা, মুছাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. খোকন, বন্দর থানার ২৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নেসার উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস রাজিব, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সহিদ মেম্বার ও ২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মো. আনিছ, ২১ নং ওয়ার্ড বিএনপি নেতা রনী প্রমুখ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক রাসেল আল এনামুল হক মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সহ- সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান, উপজেলা যুবদল নেতা মেছের আলী, তাজুল মিয়া, কামাল হোসেন, আফজাল, বন্দর ইউনিয়ন বিএনপি নেতা সালাউদ্দিন, দায়মুদ্দিন, ফারুক আহাম্মেদ, বন্দর ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবদল নেতা বাদশা মিয়া, এমদাদ হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মোসলেউদ্দিন, মুছাপুর ইউনিয়ন বিএনপি নেতা রিয়াজুল হক প্রধান, নাজির মাহামুদ, ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা আফজাল হোসেন জনি, শাহাআলম, সাঈদুর রহমান ও ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা হানিফ মিয়া, আলী আকবরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।