নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে আবু বকর সিদ্দিক (৪৮) নামে মানসিক ভারসাম্যহীন সাবেক এক সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর বুধবার সকালে থানার মদনগঞ্জস্থ রেলওয়ের পরিত্যক্ত পুকুর হতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিহত আবু বকর বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা (সেনপাড়া) গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। পুলিশ আবু বকরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, নিহত আবু বকর বিগত ২০ বছর পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিল। মৃগি রোগ ও মস্তিস্কে বিকৃতির কারণে সেখান থেকে সে চাকুরীচ্যুত হয়। কিছুদিন চিকিৎসার পর সে একটি পত্রিকা অফিসেও কাজ করে। এর কিছুদিন পর সে ফের মানসিক ভারসাম্যহীন হয়ে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়। দুপুরে স্বজনরা তার লাশ মদনগঞ্জ রেলওয়ের পুকুরে ভাসছে এই সংবাদ পেয়ে সেখানে ছুটে গিয়ে তাকে শনাক্ত করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম জানান, নিহত আবু বকরের পরিবার জানিয়েছে, সে মৃগি রোগী ছিল। পানিতে ডুবেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনাই বেশি। সুরতহাল রিপোর্ট অনুযায়ী আবু বকরের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।