নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের বন্দর থানাধীন রামনগরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় ধামগড় ইউনিয়নের সাবেক মেম্বার ও বর্তমান রামনগরের বাসিন্দা হাজী ইলিয়াছ মিয়ার ছেলে মোক্তার হোসেন (৪৫) ও তানসেন (৩২) কে কুপিয়ে গুরুত্বর জখম এবং অপর ২ ছেলে রুবেল (৩০) ও সাদ্দাম (২৮) কে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উক্ত ঘটনায় আহতদের পিতা হাজী ইলিয়াছ মিয়া ১৭ আগস্ট শনিবার বাদী হয়ে অত্র রামনগর এলাকার মৃত আকবরের ছেলে মামুন (৩৫), মনির (৩২), আনোয়ার হোসেন আনু (২৮), রামনগর এলাকার আলী মিয়ার ছেলে স্বপন (৪০), হানিফ মিয়ার ছেলে আজিজুর (৩৫), সোনাচড়া এলাকার মৃত হাশেম আলীর ছেলে নূর আলম (৩২) সহ অজ্ঞাত ৫/৬ জনকে বিবাদী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি বিবেচনায় এনে মামলা নেন বন্দর থানা পুলিশ।
অভিযোগ ও ভূক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, গত ১৬ আগস্ট শুক্রবার রাত আনুমানিক ৯:৪৫ মিনিটে সাদ্দাম রামনগর পুলের একটি দোকানে সদাই কিনতে গেলে, সেখানে মামুন ও স্বপন সহ তার সহযোগীদের মাদক বিক্রি করতে দেখলে সাদ্দাম তা বাধা দেয়। এতে মাদক ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামী মামুন ও স্বপন ক্ষিপ্ত হয়ে সাদ্দামকে ধাওয়া দিলে সাদ্দাম দৌড়ে বাড়ীর দিকে চলে আসে। তার উপর হামলা করা হয়েছে এমন বিষয়টি জানতে পেরে সাদ্দামের বড় ভাইয়েরা ঘটনাস্থলে গেলে বিবাদী মামুন, স্বপন ও আনু সাদ্দামের ভাই তানসেনকে ধাওয়া দিলে সে কাউন্সিলর সামসুজ্জোহার বাড়ীর সামনে ড্রেনে পড়ে গেলে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে সেখানে তার উপর অতর্কিত হামলা করে এবং তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং অপর ভাই রুবেলকেও পিটিয়ে আহত করে।
তাদেরকে আহত করে ক্ষান্ত না হয়ে বিবাদী মামুন, স্বপন, আজিজুর, নুর আলম, মনির ও আনু ঢাকেশ্বরী মোড়ে অবস্থিত সাদ্দামের অপর ভাই মোক্তারের দোকানে গিয়ে মোক্তারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং দোকানের ক্যাশ বক্সে থাকা নগদ ৮৫ হাজার টাকা সহ দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খাঁনপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ভূক্তভোগী ইলিয়াছ মিয়া আরও জানান, বিবাদীরা মাদক ব্যবসায়ী। তারা দিনে মাদক ব্যবসা করে এবং রাতে মহাসড়কে ডাকাতি করে। তাদের বিরুদ্ধে কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। বর্তমানে ইলিয়াছ মিয়ার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতা ও ভীতির মধ্যে দিন কাটাচ্ছে। মাদক ব্যবসায়ী ও ডাকাতদের হাত থেকে স্থানীয়দের রক্ষার্থে নারায়ণগঞ্জ পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও সহায়তা কামনা করেছেন ভূক্তভোগীরা।
এ বিষয়ে বন্দর থানাধীন ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসতিয়াক রাসেল জানান, মামলা হয়েছে। আসামীদের ধরতে অভিযান চালানো হবে।