নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর উপজেলার লক্ষণ খোলা ইউনিয়ন অক্সিজেন লিঃ কোম্পানী থেকে এলাকার ১১টি মসজিদ, ২টি কবরস্থান ও ৩টি মাদ্রাসা কমিটিকে ৮,৯০০ টাকা করে মোট ১ লক্ষ ৪২ হাজার ৪ শত টাকা অনুদান প্রদান করেন কোম্পানীর ডাইরেক্টর মোঃ সারোয়ার হোসেন। ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিন লক্ষণ খোলা দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার অফিস কক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে অনুদানের সমূদয় অর্থ গ্রহণ করেন স্ব স্ব প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার সিনিয়ন সহ-সভাপতি হাজী আবদুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসা কমিটির সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবু ও সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান খোকন। এর পূর্বে উক্ত ইউনিয়ন অক্সিজেন কোম্পানি প্রতিষ্ঠানগুলোকে দুই বারে ২ লক্ষ ৯৬ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। আলোচনা সভায় কোম্পানী ডাইরেক্টর সারোয়ার হোসেন বলেন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা দানের হাতকে আরো প্রসারিত করা। এতে আপনাদের সহযোগিতা আমাদের কোম্পানীর দানের হাতকে অনুপ্রানিত করবে। লক্ষণ খোলার যে সকল প্রতিষ্ঠানগুলো উক্ত অক্সিজেন কোম্পানী থেকে নিয়মিত অনুদানগুলো পেয়ে আসছে সে সকল প্রতিষ্ঠানগুলো হলো উত্তর লক্ষণ খোলা মুন্সীবাড়ী জামে মসজিদ, উত্তর লক্ষণ খোলা তালতলা জামে মসজিদ, উত্তর লক্ষণ খোলা সাউদ বাড়ী জামে মসজিদ, উত্তর লক্ষণ খোলা বাইতুল আমিন জামে মসজিদ, উত্তর লক্ষণ খোলা দালাল বাড়ী জামে মসজিদ, উত্তর লক্ষণ খোলা মাহমুদিয়া মাদ্রাসা, উত্তর লক্ষণ খোলা কবরস্থান কমিটি. দক্ষিণ লক্ষণ খোলা বড় সমাজ জামে মসজিদ, দক্ষিণ লক্ষণ খোলা বাইতুল আমীন জামে মসজিদ, দক্ষিণ লক্ষণ খোলা বাগবাড়ী জামে মসজিদ, দক্ষিণ লক্ষণ খোলা ছোট সমাজ জামে মসজিদ, দক্ষিণ লক্ষণ খোলা বাইতুন নূর জামে মসজিদ, দক্ষিণ লক্ষণ খোলা দারুস সালাম জামে মসজিদ, দক্ষিণ লক্ষণ খোলা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, দক্ষিণ লক্ষণ খোলা দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা ও দক্ষিণ লক্ষণ খোলা কবরস্থান কমিটি। উক্ত প্রতিষ্ঠানগুলিকে ৩ মাস অন্তর অন্তর অক্সিজেন কোম্পানী তাদের একটি বর্জিত মালামাল বিক্রির সমুদয় সম্পূর্ণ অর্থ অনুদান হিসেবে প্রদান করে আসছেন।