নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে বৈদুতিক র্শট সার্কিট থেকে সাহেলা ট্রেডিং নামে এক মশার কয়েল কারখানায় অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় কোন প্রাণহানীর সংবাদ পাওয়া না গেলেও আগুনে পুড়ে গিয়ে কয়েল কারখানার প্রায় ১০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে বন্দর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। গত ১৮ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত ৩টায় বন্দর থানার চাপাতলী এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এলাকাবাসী সহতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেযে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদশৃন করে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, ১৮ আগস্ট দিবাগত রাত ৩ টায় বন্দর চাপাতলী এলাকায় সাহেলা ট্রেডিং নামে একটি মশার কয়েল কারখানায় বৈদুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ড সংগঠিত হয় মুহুতের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পরে। অগ্নিকান্ডের ঘটনায় আমরা বন্দর ফায়ার সার্ভিসকে সংবাদ জানালে তারা দ্রত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মো. আব্দুল্লাহ জানায়, বৈদুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আমাদের দুইাট ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে মালিক পক্ষ আমাদেরকে জানিয়েছে। আমাদের কর্মীরা আগুন কবল থেকে প্রায় ৩৫ লাখ টাকা মালামাল উদ্ধার করে। অগ্নিকান্ডের ঘটনায় কেউ আহত বা নিহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।