বন্দরে মটর সাইকেল সহ জনতার হাতে ধরা পড়লো চোর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : দিন দুপুরে মটর সাইকেল চুরি পালিয়ে যাওয়ার সময় রবিউল আলম ওরফে রাসেল (৩৫) নামে এক মটর সাইকেল চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। ১০ই মার্চ বুধবার দুপুরে বন্দর থানার নবীগঞ্জ টি-হোসেন রোডস্থ খাজা ইসমাইল হোসেনের মাজারের সামনে থেকে ওই চোরকে আটক করে পুলিশ সোর্পদ করে জনতা। আটককৃত চোর রবিউল আলম ওরফে রাসেল সুদূর খুলনা জেলার তেরখাদা থানার কোদলা এলাকার মৃত নাজির হোসেন মিয়ার ছেলে। বর্তমানে সে সহ তার পরিবার বন্দর থানার মদনগঞ্জ এলাকায় দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

জানা গেছে, আটককৃত মটর সাইকেল চোর রবিউল আলম ওরফে রাসেলসহ একটি সংঘবদ্ধ চোর দল দীর্ঘদিন ধরে বন্দরের মদনগঞ্জ, নবীগঞ্জ, মদনপুর ও বালুর চরসহ বিভিন্ন এলাকায় অভিনব কৌশল অবলম্বন করে বিভিন্ন ব্রান্ডের মটর সাইকেল চুরি করে আসছে। এর ধারাবাহিকতায় বুধবার দুপুরে বন্দরের নবীগঞ্জ টি-হোসেন রোডস্থ খাজা ইসমাইল হোসেনের মাজারে সামনে থেকে শক্তি এনজিও কর্মকর্তার মটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়া সময় স্থানীয় জনতা ধাওয়া করে মটর সাইকেল চোর রবিউল হোসেন রাসেলকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে যায় আরো এক চোর। পরে স্থানীয় এলাকাবাসী আটককৃত চোরকে উত্তম মাধ্যম দিয়ে বন্দর ফাড়ী পুলিশে সোর্পদ করে। এ রির্পোট লেখা পর্যন্ত জনতা কর্তৃক আটককৃত মটর সাইকেল চোর রবিউল আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

add-content

আরও খবর

পঠিত