নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে কিশোর গ্যাং নামে দিন দিন ভয়ংকর হয়ে উঠছে ২১ নং ওয়ার্ডস্থ ছালেনগর এলাকার কিশোরদের একটা অংশ। প্রতিদিন রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করার কাজে যুক্তসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে এরা। এলাকায় তুচ্ছ কোন ঘটনা হলেই এরা ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়ে। এরা ১৩ থেকে ১৬ বছরের কিশোর হলেও ইদানিং নানা অপরাধ মুলক কর্মকান্ডে এরা দাবড়িয়ে বেরাচ্ছে পুরো এলাকা। সাধারণ মানুষ ভয়ে প্রতিবাদ করার সাহস পায়না।
এই কিশোর গ্যাংয়ের মূল হোতা মো. রিয়াদের নেতৃত্বে ছালেনগর এলাকার ব্লাক আল-আমিন, হোয়াইট জুম্মন, ব্লাক জুম্মন, মাদক ব্যবসায়ী সজিবসহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল শাহীমসজিদ, খালপাড়, নুরবাগ, রাজবাড়ী, মাদ্রাসা সংলঘœ ব্রিজ এলাকায় অবস্থান করে। প্রতিদিন স্কুল চলাকালিন সময়ে শাহীমসজিদ এলাকার সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাড়িয়ে থাকা তাদের রুটিনে পরিনত হয়ে গেছে। স্কুল ছাত্রীদের ইভটিজিং করা, পুকুর পাড় গলিতে দাড়িয়ে প্রকাশ্যে ধুমপান করাসহ নানা প্রকাশের উশৃঙ্খল কর্মকান্ড করে থাকে। এসব কিশোর অপরাধী গ্যাংয়ের ব্যাপারে তাদের অভিভাবক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই ছিলেন উদাসীন। তাদের উচ্চগতির মোটরসাইকেলের রেস পথচারীদের আতঙ্কের কারণ।
সম্প্রতি ছালেনগর এলাকায় এক মাদক পরিবারের উপর হামলা চালিয়ে মাসুম নামে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা। এর পূর্বে বন্দর কলাবাগ ঝাউতলা এলাকায় এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র-সস্ত্রে সুসজ্জিত হয়ে উচিয়ে শোডাউন করে অস্ত্র প্রদর্শণ করেছিল।
এই গ্রুপের প্রধান হলেন রিয়াদ। তার ভাই চিহিৃত মাদক ব্যবসায়ী সজিব। তাকে এলাকার লোকজন ছোবহান ভান্ডারীর ছেলে হিসেবেও জানে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী জানান, কেউ কেউ এলাকায় টিকে থাকতে এসব গ্যাংয়ে যুক্ত হয়। আবার কেউ কেউ এলাকায় দাপট দেখাতে এলাকায় নিয়ন্ত্রণ রাখতে চায়। এ গ্যাংটি নানা অপকর্ম করে বেড়ায়। কেউ প্রতিবাদ করতে চাইলেই মারামারি হয়।
খালপাড় এলাকার মুদী দোকানী জানান, মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনা প্রতিদিনই ঘটে। শাহী মসজিদ এলাকায় কিছু হলেই এই গ্রুপটি চাকু ছোড়া নিয়ে বেড়িয়ে যায়। এদের যেন কোন মতেই প্রতিরোধ করা যাচ্ছেনা। এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া প্রয়োজন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, আমি এই গ্রুপ সম্পর্কে অবগত নই। তবে সমাজে আইন শৃঙ্খলা বিঘœকারী যেই হোক কোন ছাড় পাবেনা। অপরাধীদের সাথে কোন আপোষ নয়। খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।