নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে বৈদ্যুতিক খুঁটি থেকে ঝুলন্ত অবস্থায় আবু সাঈদ (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার মধ্যরাতে ধামগড় চৈড়ারবাড়ির এলাকা থেকে ওই মৃতদেহটি লাশ উদ্ধার করা হয়। নিহত আবু সাঈদ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের চৈড়ারবাড়ি গ্রামের মো. সেলিম বেপারীর ছেলে।
এলাকাবাসী জানান, গত বুধবার রাতে নিজবাড়ির পাশে বালুর মাঠে গলায় গামছা প্যাচানো অবস্থায় বৈদ্যুতিক খুঁটিতে আবু সাঈদের ঝুলান্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ জানালে খবর পেয়ে ধামগড় ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় নিহতের পিতা সেলিম বেপারী বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন। আত্মহত্যার কারন জানার জন্য আমাদের তদন্ত অব্যহত রয়েছে।