নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলার ৫টি ইউনিয়নসহ নাসিক বন্দরে ৯টি ওয়ার্ডে বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় এলাকাবাসী।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ফরাজিকান্দা, আলীনগর, ঘারমোড়া, চুনাভূরা, কলাগাছিয়া, হাজীপুর, মদনগঞ্জ, বেপারীপাড়া, মাহামুদনগর, দড়িসোনাকান্দা, সোনাকান্দা, এনায়েতনগর, রুপালী, ছালেহনগর, বন্দর বাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় কুকুরের উৎপাতে অতিষ্ট হয়ে উঠেছে উল্লেখিত এলাকার জনগন।
তার ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, গত কয়েক বছর ধরে বন্দর উপজেলা প্রশাসন ও নাসিক পক্ষ থেকে কুকুর নিধন অভিযান বন্ধ রাখে। এ কারনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লায় ও সিটি করর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বেওয়ারিশ কুকুরের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যায়। সে সাথে উপজেলার প্রতিটি পাড়া মহল্লায় ২০/৩০টি কুকুর এক সাথে চলাচল করতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে। প্রতিনিয়ত কুকুর আতংকে থাকে স্থানীয় এলাকাবাসী। অনেক এলাকায় একাধিক বয়স্ক কুকুরের গায়ে পচন ধরতে দেখা যাচ্ছে। এসব দেখেও ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসন। সব মিলিয়ে একটি অসস্থিকর পরিবেশের মধ্য দিয়ে বন্দর বাসীকে তাদের স্বস্ব এলাকায় বাধ্য হয়ে বসবাস করতে হচ্ছে।
এ ব্যাপারে নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলার ফয়সাল মোহাম্মদ সাগরের সাথে আলাপকালে তিনি জানিয়েছে, হাইর্কোটে রিট থাকার কারনে নাসিকের পক্ষ থেকে কুকুর নিধন করা সম্বভ হচ্ছে না। এ কারনে আমি কোন ব্যবস্থা নিতে পারছি না। বেওয়ারিশ কুকুরের উৎপাত থেকে চিরমুক্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বন্দরবাসী।