বন্দরে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে মানসিক প্রতিবন্ধী বুলবুল (৬০) নামে এক বৃদ্ধার নগ্ন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) দুপুর ১টায় বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নস্থ চরধলেরশ্বরী এলাকা থেকে উক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত প্রতিবন্ধী বৃদ্ধা বুলবুল শহরের পশ্চিম দেওভোগ এলাকার মৃত আব্দুল সামাদ মিয়ার ছেলে। সে ৩ সন্তানের জনক বলে জানা গেছে।

এ ব্যাপারে লাশ উদ্ধারকারি মদনগঞ্জ ফাঁড়ি ইনর্চাজ তরিকুল ইসলাম জুয়েল গণমাধ্যমকে জানান, ওই এলাকার স্থানীয় কৃষকরা বেলা সাড়ে ১১টায় জমিতে কাজ করার সময়  চরধলেরশ্বরী বড় পুকুরে দক্ষিণ পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। আমিসহ আমার সঙ্গীয় ফোর্স লাশ দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি।

এ ব্যাপারে নিহত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার স্ত্রী নাসিমা বেগম জানান, আমার স্বামী বলবুল মিয়া গত সোমবার দুপুরে স্থানীয় মসজিদে নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়িতে ফিরেনি। অনেক স্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধ্যান পায়নি। স্থানীয় এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করি।

তিনি আরও জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল।

add-content

আরও খবর

পঠিত