নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের মদনপুর এলাকায় একটি মাইক্রোবাস থেকে ৪৭ হাজার ৩২০টি ইয়াবাসহ চারজনকে আটক করেছে র্যাব। ২১ মার্চ শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন, জামাল হোসেন, তানভীর হাসান, শফিকুল ইসলাম ও জামাল উদ্দিন।
কর্নেল ইমরান জানান, কক্সবাজার থেকে মাইক্রোবাসে ইয়াবার বড় চালান আসছে এমন সংবাদে মদনপুর এলাকায় অভিযান চালানো হয়। গভীর রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী সন্দেহজনক মাইক্রোবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর রাফি ফিলিং স্টেশনে থামে। একপর্যায়ে মাইক্রোবাস থেকে দুইটি পলিথিন নেয়ার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। ওই পলিথিনে দশ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় মাইক্রোবাসে থাকা দুইজন পালাতে গেলে তাদেরও আটক করা হয়। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩৭ হাজার ৩২০টি ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ৫০ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তারা বিভিন্নভাবে কক্সবাজার থেকে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন।