বন্দরে বাসায় অবৈধভাবে ওষুধ মজুদ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলায় বাসায় অবৈধভাবে ওষুধ মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ মার্চ) দুপুরে বন্দরের নবীগঞ্জের বাঘবাড়ি এলাকায় র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুক্লা সরকার, বন্দর উপজেলা মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান।

র‌্যাব-১১ এর সূত্রে জানা যায়, অর্থদণ্ডপ্রাপ্ত শরাফত উল্লাহ মাস্টার বন্দরের নবীগঞ্জের বাঘবাড়ি এলাকার হুদা মিয়ার বাড়ির ভাড়াটিয়া। সে তার বাসায় অবৈধভাবে  ঠাণ্ডা, জ্বর, কাশিসহ বিভিন্ন ধরনের ওষুধ মজুদ করে আসছিলো। গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে অভিযান পরিচালনা করে এ সকল ওষুধ জব্দ করা হয়। এ সকল মজুদকৃত ওষুধের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে ৫০ হাজার জরিমানা করা হয় এবং অবৈধ ওষুধগুলো পুড়িয়ে ফেলা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন  জানান, অবৈধভাবে ওষুধ মজুদ রাখার অপরাধে শরিয়ত উল্লাহ নামের এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় মজুদ রাখা বৈধ ঔষধগুলো তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ ঔষুধ ধ্বংস করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত