বন্দরে বাউল গান ও নৃত্য অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : আসন্ন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমীর কার্য্যনির্বাহী পরিষদ নির্বাচনের মাহমুদা-ওবায়েদ-সেন্টু পরিষদ আয়োজিত বাউল গান ও নৃত্য অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাতে এনায়েত নগরস্থ বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদা আক্তারের বাসভবনে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা অফিসার ইনচার্জ একেএম শাহীন মন্ডল। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত গুনীশিল্পী, নাট্যকার, চলচিত্রকারদের ঢল নামে এ অনুষ্ঠানটিতে। খাজা মরে নাই, মরে নাই রে, জমিনটা কাপছিল কেন, আকাশটা নাচছিল কেন, মিলন হবে কত দিনে,আমার মনের মানুষেরও সনে এ ধরনের কালজয়ী গান গেয়ে সঙ্গীত শিল্পীরা দর্শক মাতান।

বিশিষ্ট্য নাট্যকার ওবায়েদ উল্লাহর সভাপতিত্বে ও টিভি নাট্য পরিচালক সাব্বির আহমেদ সেন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ ডিবির এসআই আনোয়ার হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রেফারেন্স সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ মিতু মোর্শেদ, কথা সাহিত্যিক রইস উদ্দিন মুকুল, গীতিকার ও সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ টিটু, কলকাতা টিভির সিনিয়র রিপোর্টার ও বাউল শিল্পী শ্রাবন, রিমঝিম সাংস্কৃতিক একাডেমীর অধ্যক্ষ রোকসানা সামিয়া, শর্মী রায়, রত্মা, মনিষা মন্ডল, কুমার শানু, যন্ত্রশিল্পী শ্রী সাগর লাল ও শেখ তাফসির আহমেদ।

add-content

আরও খবর

পঠিত