নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ডালিম হাসান) : বন্দরে ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার হিফয শাখার শুভ উদ্বোধন, ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৪ ই জুন শুক্রবার বিকেলে বন্দর আমিন আবাসিক এলাকাস্থ ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার হিফয শাখা শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা মুফতি মো: আব্দুল লতিফ শেখ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এম এ সালাম, ভাইস-প্রিন্সিপাল, তানযীমুল উম্মাহ গালর্স মাদরাসা, নারায়ণগঞ্জ শাখা মাওলানা মো: মনির হোসাইন হেলালী, আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি, আলহাজ্ব মো: সালাহ উদ্দিন, থানা পুকুর পাড় জামে মসজিদের খতিব, আলহাজ¦ মাওলানা এনায়েতুল্লাহ মাজহারী, বিশিষ্ট ব্যবসায়ী, মো: মোমিন হোসেন মিশু।
বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও অত্র মাদ্রাসার সভাপতি খান মাসুদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা মো: শাহ আলম, শাহ সিরাজ জামে মসজিদের খতিব, আলহাজ্ব মাওলানা মো: জামাল উদ্দিন নূরী, মাওলানা মো: সেকান্দর আলী, মাওলানা মো: ইয়াহইয়া খান, মাওলানা এম এম হাবীবুর রহমান, আলহাজ্ব ক্বারী মাওলানা মো: শামীম হোসেন এবং অত্র মাদরাসার ছাত্র, ছাত্রী ও অভিভাক বৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটি সার্বিক ভাবে সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র মাদ্রাসার নির্বাহী সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক মো: হাবিবুল্লাহ মান্নানী।