বন্দরে ফসলি জমিতে বিষ প্রয়োগে ৪০টি হাঁস হত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি বাইজ্জেরবাড়ী এলাকায় ভাতের সাথে বিষ প্রয়োগ করে ফসলি জমিতে উক্ত ভাত ছিটিয়ে রাখায় এবং সেই বিষযুক্ত ভাত খেয়ে স্থানীয়দের প্রায় ৪০টির মত হাঁস মারা গেছে বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, ৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫টায় নয়ামাটি বাইজ্জেরবাড়ী এলাকার ঘাতক হানিফা (৭০) তার ফসলি জমিতে ভাতের সাথে বিষ প্রয়োগ করে ভাত ছিটিয়ে দেয় এবং পরক্ষণে ভাত খেয়ে স্থানীয় ছামুর উদ্দিন এর ৫টি, ছালেহার ৪টি, সাহেরাবানুর ৪টি, আয়শার ৫টি, ইব্রাহিম এর ৭টি, মাইনুউদ্দিনর ৩টি, হাজ্বী বাতেন এর ৩টি, আনিকাদের ৩টি, হাসেম এর ৪টি হাঁস মারা যায়। মৃত হাঁসগুলোকে সংগ্রহ করে ক্ষতিগ্রস্থরা বিষয়টি স্থানীয় মেম্বার হাফেজ আইয়ুব ও নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের অবগত করেন।

এ বিষয়ে কথা বলার জন্য ধামগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার হাফেজ আইয়ুবের মোবাইল ফোনে কল দিলে তিনি কলটি কেটে দেন।

এ বিষয়ে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল জানান, বিষয়টি আমাকে জানানো হয়েছে। অবুঝ ও নিরিহ পশু হাঁসগুলোকে এরকম নির্মমভাবে হত্যা মেনে নেয়ার মত নয়। যারা এগুলো লালন পালন করে তারাও অসহায় ও গরিব মানুষ। সামান্য কারণে তাদের ক্ষতিসাধন করা হলো। বিষ প্রয়োগ করে এভাবে অবুঝ জীব হত্যা মোটেও ঠিক হয়নি। এ ধরণের কাজের আমি নিন্দা জানাচ্ছি এবং বিষয়টি খতিয়ে দেখতে আমি স্থানীয়দের অনুরোধ জানাচ্ছি। এ জঘন্যতম অপরাধের সাথে জড়িত ব্যক্তির কঠিন বিচারের দাবী জানাচ্ছি।

add-content

আরও খবর

পঠিত