বন্দরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পেল ২১টি পরিবার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারাদেশে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় আশ্রয়ণ প্রকল্প দুইয়ের আওতায় তৃতীয় ধাপে ২ শতাংশ করে জমিসহ ২১ টি ঘর হস্তান্তর করা হয়েছে। ২৭শে এপ্রিল মঙ্গলবার গণভবন থেকে ভার্চূয়ালী যুক্ত হয়ে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর ২১টি উপকারভোগী পরিবারের কাছে দুই শতাংশ জমির কবুলিয়ত নামা দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

সরকারী খাস জমি অবৈধ দখল মুক্ত করে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বন্দর উপজেলা মিলনায়তন প্রান্তে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরাত এ খুদা, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, সালিমা হোসেন শান্তা, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: শাহিন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর জিপু, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুল লতিফসহ সরকারী কর্মকর্তাবৃন্দ। দুই শতাংশ জমিসহ সেমি পাকা ঘর পেয়ে খুশি উপকারভোগীরা।

add-content

আরও খবর

পঠিত