নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : র্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ক্যাম্প ও কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় র্যাব ১১ ও কামতাল তদন্ত কেন্দ্রে পুলিশ ২ মাদক ব্যবসায়ী কাছ থেকে ১ কেঁজী গাঁজা ও ১৮ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সোমবার (১০ জুন) দুপুরে বন্দর থানার শাহীমসজিদস্থ বাংলাদেশপাড়া এলাকার সালাউদ্দিন মিয়ার ভাড়াটিয়া বাড়ী থেকে ও রাতে কামতাল জনৈক রহিম মিয়ার মাঠের সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে র্যাব ১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের ডিএডি মো. ফরিদুর রহমান ও কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই শাহাদাৎ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কিশোরগঞ্জ জেলার অস্টগ্রাম থানার বরগিকান্দী এলাকার মৃত নূর ইসলাম মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৭) ও রাজশাহী জেলার মতির হাট এলাকার মৃত হাসান মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী ইয়ামিন (৪৫)। গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।