নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে নৌ-ভ্রমন করতে গিয়ে ডংডিং লংগার ভিটি ব্যাটারী কোম্পানীর শ্রমিক রবিউল ইসলাম(১৮) নিখোঁজ হয়েছে। গত ১৬ ডিসেম্বর রবিবার সকাল সারে ৭টায় লক্ষনখোলা খেয়াঘাট থেকে লঞ্চ সাব্বির-২ মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পর নিখোঁজ হয়। নিখোঁজ রবিউল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দুলগাঘরাখালী গ্রামের মৃত ফেরদৌসম আকন্দের ছেলে। বর্তমানে লক্ষনখোলা সুমন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
জানা গেছে, রবিবার মহান বিজয় দিবস উপলক্ষে ডংডিং লংগার ভিটি ব্যাটারী কোম্পানীর আয়োজনে লক্ষনখোলা খেয়াঘাট থেকে লঞ্চ সাব্বির-২ মুন্সিগঞ্জের উদ্দেশ্যে নৌ-ভ্রমনে বের হয়। এ ভ্রমনে প্রায় ৩ শত যাত্রী নিয়ে ডিজে ও ওপেন কনসার্ট করে রওয়ানা হয়। নৌ-ভ্রমনের পিকনিক স্পট মুন্সিগঞ্জের চাদপুরে ভ্রমন শেষে ফেরার পথে নদীর মাঝপথে অসাবধানতাবসত ডংডিং লংগার ভিটি ব্যাটারী কোম্পানীর শ্রমিক রবিউল ইসলাম লঞ্চ থেকে পানিতে নিমজ্জিত হয়ে যায়।
লঞ্চটি কিছুদূর আসার পর লঞ্চে থাকা নৌ-ভ্রমনের যাত্রীরা হটাৎ জানতে পারে রবিউল লঞ্চ থেকে পড়ে গেছে। পূণরায় লঞ্চটি নদীর বিভিন্ন স্থানে খুজে রবিউলকে না পেয়ে নারায়ণগঞ্জ নৌ-ফাঁড়ীতে সংবাদ দেয়। পরে লঞ্চের যাত্রীরা এসে রবিউল নিখোঁজের ঘটনাটি তার স্বজনদের অবহিত করে। এ ব্যাপারে নিখোঁজের স্বজনরা নারায়ণগঞ্জ নৌ-ফাঁড়ীতে জিডি এন্ট্রি করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।