নায়ায়ণগঞ্জ বার্তা ২৪ ( আফনান আহমেদ রাশেদ ) : সারাদেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও চারুকলা ইন্সটিটিউট এর নবীন ও প্রবীন প্রায় ৭০ জন চিত্র শিল্পী নিয়ে আয়োজিত হলেন নিরবধির এক দিনের আর্ট ক্যাম্প।
৭ই আগষ্ট মঙ্গলবার নারায়ণগঞ্জ বন্দরের জনপ্রিয় সবুজ গ্রাম সাবদীতে নিরবধি এক দিনের আর্ট ক্যাম্প আয়োজিত হয়। আয়োজিত আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন, দেশ সেরা খ্যাতিমান চিত্র শিল্পী রনজিৎ দাস। নিরবধি এক দিনের আর্ট ক্যাম্পটি শুরু হয় সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত।
ব্রম্মপুত্রে নদীর মনোরম প্রাকৃতিক পরিবেশে নিরবধি এক দিন ব্যাপি আর্ট ক্যাম্পটিতে আয়োজনে ছিলো চিত্র শিল্পীদের আঁকা বিভিন্ন ধরনের চিত্রকর্ম। পরে চিত্র শিল্পীদের মাঝে নিরবধির আর্ট ক্যাম্পের সনদপত্র প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট এর অধ্যক্ষ শিল্পী সামসুল আলম আজাদ, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক কবি আনোয়ার হোসেন, শিল্পী সোহাগ পারভেজ, শিল্পী আরিফুল ইসলাম, শিল্পী কামরুন নাহার ময়না, শিল্পী সাব্বির আলম, শিল্পী ইস্কান্দার মির্জা, শিল্পী জিয়াউর রহমান জয় ও প্রমুখ।
জানা যায়, ইতি পূর্বে নিরবধি ৩ দিনের চারুকলা কর্মশালার আয়োজন করে নিরবধি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ।
নিরবধির চারুকলা চর্চা কেন্দ্রের পরিচালক শিল্পী জিয়াউর রহমান জয় নারায়ণগঞ্জ বার্তার প্রতিবেদক কে জানান, মনন ও সৌন্দর্য্য ইতিবাচক বিকাশে প্রাচীন কাল হতে চারুকলা সমাজে অনত্যম ভূমিকা পালন করে আসছে। আমরা আশা করি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সারাদেশ ব্যাপি ছড়িয়ে দাওয়ার প্রচেষ্টা থাকবে।