বন্দরে নারীসহ ৪ মাদক বিক্রেতাকে মোবাইল কোর্টে সাজা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বন্দরে জেলা প্রশাসনের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহযোগিতায় মাদক বিরোধী অভিযানে মঙ্গলবার (১৬ এপ্রিল) ৪ গাঁজা বিক্রেতাকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

জানা যায়, বন্দর থানাধীন পশ্চিম ফুলকোন এলাকায় মাদক বিরোধী অভিযানে মো. রমুর স্ত্রী হাবেজা (৩৫), মৃত রমিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে মো. মামুন (৩১), মৃত আ. খলিল মিয়ার ছেলে আ. রাজ্জাক (৫০) ও মৃত গিয়াস উদ্দিন এর ছেলে মো. আতাউর (৪০) কে গাঁজা সহ আটক করা হয়। এ সময় হাবেজার কাছ থেকে ৫০০ গ্রাম, মামুনের কাছ থেকে ১০০ গ্রাম, আ. রাজ্জাকের কাছ থেকে ১০০ গ্রাম ও আতাউর এর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ সামছুল আলম জানায়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বন্দরে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের আটক করা হয় এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়। তিনজন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এম. সামছুল আরেফিন, মো. উজ্জল হোসেন ও শেখ মেজবাহ-উল-সাবেরিন প্রত্যেক আসামীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

add-content

আরও খবর

পঠিত