নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে স্বামীর সঙ্গে অভিমান করে শরীফা (১৯) নামে এক নববধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ৩ জানুয়ারী মঙ্গলবার রাতে থানার বক্তারকান্দি আমিরাবাদ এলাকায় এ ঘটনাটি। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে গৃহবধূর পিতা সফিুকুল ইসলাম বাদী হয়ে ৪ জানুয়ারী বুধবার সকালে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ পাষন্ড স্বামীকে গ্রেফতার করে বুধবার দুপুরেই আদালতে প্রেরণ করে।
মামলার বিবরণে প্রকাশ, সুদূর রংপুর জেলার পীরগাছা থানাধীন কেকোয়ান নবু গ্রামের আবদুস সামাদ মিয়ার ছেলে সফিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জের বন্দরস্থ বক্তারকান্দি আমিরাবাদ এলাকায় স্বপরিবারে বসবাস করে আসছিল। বিগত ৫ মাস পূর্বে সফিকুল একই জেলা ও থানাধীন জিঘাবাড়ী (বর্তমানে বক্তারকান্দী) গ্রামের মৃত অছিরউদ্দিনের ছেলে এরশাদের কাছে সামাজিকভাবে বিয়ে দেয়। বিয়ের ২মাস না গড়াতেই এরশাদ যৌতুকের জন্য শরীফাকে প্রতিনিয়তই চাপ দিয়ে আসছিল।
এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার কলহ হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় উভয়ের মধ্যে ফের বিরোধ দেখা দিলে এক পর্যায়ে এরশাদ স্ত্রী শরীফাকে বেদম মারপিট করে। নির্যাতনের কারণে ক্ষোভে রাগে শরীফা ঘরের আড়ার সাথে রশি বেধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে মোবাইল ফোনে মেয়ের এ ঘটনার খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শরীফার পিতা বাদী হয়ে পাষন্ড স্বামী এরশাদকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।