নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে নগর মাতৃসদনে চলছে চিকিৎসার নামে অপচিকিৎসা। যেখানে একজন গাইনি বিশেষঞ্জ ডাক্তার দিয়ে নগর মাতৃসদন পরিচালনা করার কথা সেখানে ডেন্টাল ডাক্তার দিয়ে পরিচালনা করা হচ্ছে। যার ফলে অপচিকিৎসার কারনে একাধিক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে ধারনা সচেতন মহলের। এখানে দরিদ্র মানুষের সেবা পাওয়া দুস্কর। সরকারি ভেবে প্রসূতিরা স্বাস্থ্য সেবা হাতের নাগালে ও অল্প টাকায় বা বিনা মূল্যে স্বাস্থ্য সেবা নিতে এসে হচ্ছে প্রতারিত। সেবা নিতে আসা রোগীদের ঘুনতে হয় সর্বনিন্ম ১১ হাজার টাকা।
এলাকাবাসী জানায়, নগর মাতৃসদরনে নবজাতক ও মায়ের সেবা নিতে রোগী গেলে তাদের প্রথমে বলা হয় ওয়ার্ডে থেকে সেবা নিতে হলে ১১ হাজার টাকা, কেবিনে ১৩ হাজার টাকা ও এসি কেবিনে ১৫ হাজার টাকা দিতে হবে। মাতৃসদনের ডাক্তারদের অপচিকিৎসার কারনে বন্দর উপজেলার আলীনগর এলাকার খোকন মিয়ার মেয়ে গৃহবধূর পান্না আক্তার (২০) নিহত হয়েছে, চুনাপুরা এলাকার মিলকিনের স্ত্রী রিনা (৩২) কে আশংখা জনক অবস্থায় নারায়নগঞ্জ একটি ক্লিনিকে চিকিৎসা কারা হয়, বন্দরের নবীন মিস্ত্রীরি নাতিনকে আশংখা জনক অবস্থায় ঢাকা পাঠানো হলে সেখানে মৃত্যু হয়।
এ ছাড়াও এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা বহু রোগী অপচিকিৎসার কারনে তাদেরকে সরকারি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। এই হাসপাতালে সিজার অপারেশন করতে গিয়ে ভূল চিকিৎসার কারনে অকালে প্রান হারাচ্ছে আমাদের মা বোনরা।
এ ব্যাপারে বন্দর নগর মাতৃসদনের প্রজেক্ট ম্যানেজার মো: নেছার হাছানের সাথে আলাপ কালে বলেন, রোগী পান্না আক্তার, রিনা, নবীন মিস্ত্রীরি নাতিন আশংখা জনক অবস্থা হলে আমরা রেফাট করে দেই।
২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার বিষয়টি সত্যতা স্বীকার করেন, এমন কেন হচ্ছে বলতে পারছি না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভিকে বিষটি জানিয়েছি সেই ব্যবস্থা নিবে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভির সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে তিনি ফোনটি রিসিভ করে নেই।