বন্দরে দি অপটিমিস্টস্ এর শিক্ষাবৃত্তি প্রদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দি অপটিমিস্টস্ এর আয়োজনে ছাত্র ও ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ ২০ ডিসেম্বর মঙ্গলবার সকালে বন্দর উপজেলার নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম.কুদরত-এ-খুদা।

দি অপটিমিস্টস্ এর নারায়ণগঞ্জ জেলার পরিচালক আলহাজ্ব মো. ইউসুফ মিয়ার সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ আলী, এনডিসি (অব:) কান্ট্রি ডাইরেক্টর, মেজর জেনারেল আব্দুস সালাম চৌধুরী, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, ইউএস প্রবাসী নাসির উদ্দিন আহমেদ চঞ্চল, সাইদুল করিম সহ শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা তাদের অর্থ দিয়ে দেশের প্রতি দেশের মায়ের প্রতি ভালোবাসা ও দায়িত্ব বোধ থেকে স্পন্সর করে। প্রবাসীরা পাশে থেকে শিক্ষার্থীদেরকে এগিয়ে নেয়ার লক্ষ্যে দি অপটিমিস্টস্কে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অপটিমিস্টস্ এর প্রতিটি সদস্যরা কোন পারিশ্রমিকে না নিয়ে অপটিমিস্টস্ এর জন্য কাজ করে। দি অপটিমিস্টস্ শুধু মাএ শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের কাছে দোয়া প্রর্থনা করে।

এদিকে, ২০০৩ সাল থেকে শুরু করে প্রতি বছর সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা বৃক্তি প্রদান করছে দি অপটিমিস্টস্। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ৩৮ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা বৃক্তি প্রদান করা হয়।

add-content

আরও খবর

পঠিত