বন্দরে ড্রেজার ব্যবসা নিয়ে সংঘর্ষ, জাপা নেতার পুত্রসহ আহত ২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ড্রেজার ব্যবসা নিয়ন্ত্রনকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় জাপা নেতার পুত্র শাওন সহ ২ জনকে বেদম ভাবে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ২০ই মার্চ শনিবার বেলা ১২টায় বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। সন্ত্রাসী হামলায় আহতরা হলো জাপা নেতার ছেলে সাজ্জাদ হোসেন শাওন (২৮) ও তার চাচাত ভাই আবির (২৬)। আহতদের আত্মচিৎকার শুনে স্থানীয় এলাকাবাসীসহ পথচারীরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ ঘটনায় আহত শাওন বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে ৫ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার জাপা নেতা বাচ্চু মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন শাওনের সাথে একই এলাকার আহসানুল্লা মিয়ার ছেলে খোকন মিয়ার সাথে ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার বেলা ১২টায় ফরাজিকান্দা এলাকায় প্রতিপক্ষ খোকন একই এলাকার আরিফ ঢালীর জামাতা ও বহুরুপি আজাহার, একই এলাকার সুজন, সুমন ও তাজুসহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী জাপা নেতা শাওন ও আবিরের উপর অর্তকিত হামলায় চালায়। ওই সময় হামলাকারিরা শাওন ও আবিরকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী ইনর্চাজ আজগর গণমাধ্যমকে জানান, ড্রেজার ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের হয়েছে। আমরা অভিযোগ দুইটি তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

add-content

আরও খবর

পঠিত