নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে বাসা বাড়ীতে চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা দুই চোরকে নগদ টাকাসহ হাতে নাতে আটক করে পুলিশে সোর্পদ করেছে। গত ২৬ ডিসেম্বর শনিবার দুপুরে বন্দর থানার পশ্চিম কুশিয়ারা এলাকায় জনৈক কামাল হোসেনের বাড়ীতে এ চুরি ঘটনাটি ঘটে। আটককৃত চোরেরা হলো ফতুল্লা থানার কুতুবপুর নয়ামাটি এলাকার নামির মিয়ার বাড়ী ভাড়াটিয়া মাসুদ মিয়ার ছেলে সাগর (২৪) ও একই এলাকার দুলাল মিয়ার ছেলে আমিনুল ইসলাম আশিক (২২)। এ ব্যাপারে বাড়ী মালিক কামাল হোসেন বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে আটককৃত দুই চোরের বিরুদ্ধে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৭(১২)২০। ধারা- ৪৫৪/৩৮০/৪১১ পেনাল কোড-১৮৬০।
জানা গেছে, গত ২৬ ডিসেম্বর শনিবার সকালে বন্দর উপজেলার পশ্চিম কুশিয়ারা এলাকার কামাল হোসেনসহ তার পরিবারবর্গ বন্দর চৌধূরীবাড়ী এলাকায় দাওয়াত খেতে আসে। বাড়ীতে কেউ না থাকার সুবাদে ওই সুযোগে উল্লেখিত চোরের দল কৌশলে দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ২৬ হাজার টাকা ও ৮ আনা ওজনের এক স্বর্ণে চেইন চুরি করে পালানো চেষ্টা করে। ওই সময় স্থানীয় জনতা চোরাইকৃত ২ হাজার টাকাসহ সাগর ও আশিক নামে দুই চোরকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করে। এ ব্যাপারে বাড়ী মালিক কামাল হোসেন বাদী হয়ে আটককৃত দুই চোরে বিরুদ্ধে বন্দর থানায় চুরি মামলা দায়ের করে। পরে পুলিশ আটককৃত দুই চোরকে চুরি মামলায় ২৭ ডিসেম্বর রবিবার সকালে আসামীদেরকে আদালতে প্রেরণ করেছে ।