বন্দরে ছাত্রলীগের উদ্যোগে ঘুড়ি উৎসব পালন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি শ্লোাগানকে সামনে রেখে প্রথম বারের মতো বন্দরের ফুলের গ্রাম সাবদী এলাকায় সাকরাইন উৎসব উদযাপন করা হয়। বন্দর থানা ছাত্রলীগের উদ্যোগে ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়েছে। ১৪ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে উদ্যোগে ঘুড়ি উৎসব পালন করেছে বন্দর থানা ছাত্রলীগ।

বন্দর থানা ছাত্রলীগের আয়োজনে এই উৎসব একযোগে দুপুর ২টা থেকে শুরু হয়ে উৎসব  রাত ৮টা পর্যন্ত চলে। ১৪ই ফেব্রুয়ারি রবিবার বিকাল ৩ টায় থানার সাবদী পার্ক সংলগ্ন এলাকায় এ ঘুড়ি উৎসব পালিত হয়। যুবলীগ নেতা আকিব হাসান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে কাজিমউদ্দিন বলেন, সাকরাইন উৎসব পুরান ঢাকার ঐতিহ্য। কালের পরিক্রমায় এই ঐতিহ্য পুরান ঢাকার গন্ডি ছাড়িয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। কিন্তু যান্ত্রিক জীবনের বাস্তবতায় আমরা অনেকেই ভুলতে বসেছি, সাকরাইন উৎসব আমাদের ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমি চাই ছাত্ররা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তারা সবসময়ই এ ধরণের আয়োজন করবে। বাংলার ঐতিহ্যকে নতুনদের মাঝে ছড়িয়ে দিবে।

ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের উদ্বোধক খান মাসুদ বিশেষ কাজে দেশের বাইরে থাকায় তার পিতা শামসুদ্দিন খান এ ঘুড়ি উৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হাসান, শেখ মমিন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বি এ আক্তার হোসেন, ইব্রাহিম কাশেম, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব মোঃ লিটন, নূরবাগ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

এছাড়া অনুষ্ঠানটি সফল করার লক্ষে সার্বিকভাবে পরিশ্রম করেছেন, কামরুল হাসান শাওন, ফয়সাল তামিম, সিফাত, মাসুম, অভি, নাহিদ, রবিন, মুরাদ, কবি শাওন, কাউসার প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত