নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে এক চালের গোডাউনে আগুন লাগিয়ে চুরির ঘটনায় থানায় মামলা করেছে হাজী মো. সাহাবুদ্দিন নামের এক ব্যবসায়ী। ১২ মার্চ শনিবার রাতে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেসার্স শাহিল রাইস এজেন্সীতে এ চুরির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, উপজেলা আলীনগর এলাকার মৃত এছাহাক মিয়ার ছেলে হাজী মো. সাহাবুদ্দিন শনিবার রাত ৭ টার দিকে গোডাউন তালা লাগিয়ে বাড়িতে চলে যান। ঐ রাতের কোন এক সময়ে সংঘবদ্ধ একটি চোরের দল গোডাউনের টিন কেটে ভেতরে ঢুকে ২০ বস্তা চাল ও ক্যাশে থাকা নগদ ১০ হাজার টাকা চুরি করে নেয়। পরে চোরের দলটি গোডাউনের ভেতরে আগুন লাগিয়ে দেয়।
এ অগ্নিকান্ডে ৬০ লাখ টাকা বাকি লেনদেনের হিসাব খাতা ও দুই লাখ টাকার মালামাল পুড়ে যায়। ১৩ মার্চ রবিবার সকাল ৬ টার দিকে মালিক ঐ গোডাউনের তালা খুলে এ অবস্থা দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে থানায় মামলা করার পরামর্শ দিলে গোডাউনের মালিক অজ্ঞাত আসামী করে একটি চুরির মামলা দায়ের করেন। লেনদেন বা পূর্ব শুত্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।