নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো.সহিদুল ইসলাম শিপু ) : নারায়ণগঞ্জের ২১নং ওয়ার্ডে ১৬ বছর ধরে উন্নয়নের ছোয়া লাগেনি দক্ষিণ শাহী মসজিদ এলাকার খালপাড় রাস্তাটি। অবহেলা অযত্নে পড়ে আছে রাস্তাটি। সাধারণ মানুষের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ রাস্তাটি গত বিএনপি শাসনামলে আনুমানিক গত ২০০২ইং সালের পরবর্তী সময়ে সংস্কার কাজ হয়েছিল। তারপর দীর্ঘ ১৬ বছর পেড়িয়ে গেলেও সরকার পরিবর্তন হয় কিন্তু এই এলাকার রাস্তার সংস্কারে জনসাধারণের নিরাপদে চলাচলের সৌভাগ্য হয় না। এ সড়কটি যেন এখন মানুষের মরণ ফাঁদ!
২২ সেপ্টেম্বর রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ শাহী মসজিদ খালপাড় এলাকার এ রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী ত্রিবেনী খাল। দীর্ঘ সময় ধরে রাস্তাটির সংস্কার কাজে উন্নয়নের ছোঁয়া না হওয়ার দরুন সরু পথটির বিভিন্ন স্থানে খানা-খন্দকে পরিনত হয়েছে। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত দেখা দিয়েছে। সিটি কর্পোরেশনের ল্যাম্পপোষ্ট না থাকায় সন্ধ্যা হলেই অন্ধকার হয়ে যায় ওই স্থানটি। যার ফলে নানা অপকর্ম ও মাদক ব্যবসায়ীদের আড্ডাখানা এখন খালপাড় রাস্তাটি।
এ ব্যাপারে এলাকাবাসী বলেন, একাধিকবার জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক ব্যাক্তিদের বলেও কোন সাড়া মিলেনি। এই এলাকায় প্রায় ৩শ পরিবার বসবাস করে। প্রতিদিন শত শত মানুষ কর্মস্থলে যাতায়াত করে। ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়সহ মুসলমানদের এবাদতের সর্বোচ্চ স্থান ঐতিহ্যবাহী শাহী মসজিদে যেতে বিঘ্ন সৃষ্টি হয়।
এ ব্যাপারে নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের সাথে আলাপকালে তিনি জানান, নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভি এই ওয়ার্ডের উন্নয়ণ ও সৌন্দর্য বর্ধনের জন্য। যত দূরুৎ সম্বপ রাস্তাটির সংস্কার করার ব্যবস্তা করবো।