নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ২০১৯-২০ অর্থবছরে রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বন্দর উপজেলা পরিষদের কৃষি অধিদপ্তর প্রাঙ্গণ উপজেলার বিভিন্ন এলাকার ১৫০ জন কৃষককে এসব উপকরণ প্রদান করা হয় সার ও বীজ বীজ বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা হোসেন শান্তা। বন্দর উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা কৃষি অফিসার ফারহানা সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু সাঈদ তারেক, মদনপুর ইউনিয়ন চেয়ারম্যান গাজী মো. এমএ সালাম সালাম এমএ সালাম সালাম, মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান মাকসুদ হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান সহ উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তারা।
উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় সোমবার ১শ ৫০জন কৃষকের প্রত্যেককে ১ কেজি বারি সরিষা-৯ বীজ ২০ কেজি ডিএপি সার ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।