বন্দরে কুতুববাগ দরবার শরীফ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আক্তার হোসেন ) : নারায়ণগঞ্জ বন্দর উপজেলা কুতুববাগ দরবার শরীফ এর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ও ঈদে মিলাদুন্নবী (সঃ) ড্যাগ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০শে অক্টোবর শুক্রবার বাদ জুম্মা ভক্তবৃন্দদের সাথে নিয়ে কুতুববাগ দরবারের হযরত মাওলানা শাহ্ সুফি জাকির শাহ নকশেবন্দী কুতুববাগী। ঈদে মিলাদুন্নবী পালন পালন করেন এবং ঈদে মিলাদুন্নবী (সঃ) ড্যাগ এর শুভ উদ্বোধন করেন। বৃহস্পতিবার দিবাগত রাত্র ৩ টায় ৮ ফুট লম্বা এই ডেগে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষের জন্যে প্রথম রান্না বসানো হয়।

এসময় হযরত মাওলানা শাহ্ সুফি জাকির শাহ নকশেবন্দী কুতুববাগী বলেন, যে রাসূল কে ভালবাসবে না, সে আল্লাহকে পাবেনা। তাই আমাদের সর্বপ্রথম রাসূলকে ভালবাসতে হবে, তাহলে আমরা আল্লাহকে পাব, জান্নাত পাব। আখেরি নবী হযরত মুহাম্মদ সাঃ এর প্রতি যার যতটুকু ভালোবাসা তার ঈমানও ততটুকু। ঈদে মিলাদুন্নবী মুসলমানদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ দিন যার মনে ঈদে মিলাদুন্নবীর প্রতি মহব্বত থাকবেনা বুঝতে হবে তার ঈমান দুর্বল। পরে দুনিয়ার উম্মতে মুহাম্মদী সহ সমস্ত মানুষের সমস্ত প্রকার বালা-মুসিবত বিশেষ করে করুনা ভাইরাস সহ সকল প্রকার আজাব গজব থেকে মানুষের মুক্তির জন্য দোয়া করেন।

add-content

আরও খবর

পঠিত