নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে র্শটসার্কিট থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়ে হুমায়রা এন্ড মাহিয়া স্পিনিং মিলে ৪০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে খবর পাওয়া গেছে। ১৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় বন্দর থানার লক্ষনখোলা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মিল মালিক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন জানান, তার মিলের সেট, তৈরী মাল ও কাঁচামাল অগ্নিকান্ডে সম্পূর্ন পুড়ে গিয়ে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সকাল ১১টার দিকে বৈদ্যতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পরে। সংবাদ পেয়ে বন্দর ও সোনারগাঁ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। বন্দর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি। তারা তদন্ত করে ক্ষতির পরিমান জানাতে পারবে বলে জানান।