বন্দরে উইন্সের তার পেঁচিয়ে জাহাজের রং মিস্ত্রির মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে জাহাজের উইন্সের তার পেঁচিয়ে মনির হোসেন (৫৮) নামে এক রং মিস্ত্রির করুন মৃত্যু বরণ করেছে বলে খবর পাওয়া গেছে। ২৩ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে বন্দর থানার ১নং খেয়াঘাট সংলগ্নস্থ  হাজী বাসু মিয়ার ডকইয়ার্ডে এ র্দূঘটনাটি ঘটে।

নিহত রং মিস্ত্রি মনির হোসেন সুধূর বরগুনা জেলার বেতাগী থানার বেতাগী এলাকার মৃত ওহাব আলী মিয়ার ছেলে। বর্তমানে সে বন্দর লেজারার্স এলাকার ৭নং গল্লী হাজী আলাউদ্দিন মিয়ার ভাড়াটিয়া বলে জানা গেছে। এ ব্যাপারে নিহত রং মিস্ত্রির বড় মেয়ে রিনা আক্তার বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলাচ্ছে।

এলাকাবাসী জানিয়েছে, বন্দর খেয়াঘাটস্থ হাজী বাসু মিয়ার মালিকানাধীন বন্দর ডকইয়ার্ড নামে একটি প্রতিষ্ঠানে মনির হোসেন দীর্ঘ দিন ধরে রং মিস্ত্রির কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকাল ৪টায় সময় জাহাজের কাজ চলাকালে ওই পথ দিয়ে যাওয়া সময় হঠাৎ উইন্সের তার পেচিয়ে দুইটি পা ধুমড়ে মুচড়ে গিয়ে বালু উপরে পরে মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানায়ীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথে রং মিস্ত্রি মনির হোসেন রাস্তায় মৃত্যু বরণ করে। পরে সংবাদ পেয়ে বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই মোদ্দাচ্ছেরসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরো জানিয়েছেন, এ ব্যাপারে নিহতের মেয়ে বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত