নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে শনিবার বিকেল ৫টায় বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। সংসদের নিজস্ব তহবিল থেকে উপজেলা ও সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের ৩৬জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে ওই অনুদান প্রদান করা হয়। অনুদান বিতরণ অনুষ্ঠানে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও ব্যাক্তিগত কাজে জড়িত থাকায় তার অনুপুস্থিতিতেই অনুষ্ঠান সম্পন্ন হয়। সংসদের কমান্ডার আলহাজ্ব আবদুল লতিফের সভাপতিত্বে সংসদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে অনুদানের অর্থ তুলে দেন গিয়াসউদ্দিন চৌধুরী মডার্ন একাডেমী’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোটারিয়ান গিয়াসউদ্দিন চৌধুরী।
সভাপতির বক্তব্যে আবদুল লতিফ বলেন,জীবদ্দশায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের যেমন মূল্যায়ন করে গেছেন বর্তমানে তার সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনাও অনুরূপভাবে সম্মামনা জানাচ্ছেন। তার অবদান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বিরল হয়ে থাকবে। শেখ হাসিনাই একমাত্র রতœ যিনি মুক্তিযোদ্ধাদের যথার্থ মূল্যায়িত করেছেন। প্রধাাণমন্ত্রী শেখ হাসিনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ফরিদ হোসেন রবি’র সঞ্চলনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব ক্বাজী মোঃ নাছির,মোশারফ হোসেন খান,সাস্কৃতিক কমান্ডার খোরশেদ আলম খসরু,বন্দর পৌর কমান্ডার আব্দুল জব্বার,আব্দুল আজিজ,জালালউদ্দিন জালু,কলাগাছিয়া ইউনিয়ন কমান্ডার আলী আক্কাস মীরসহ সকল ইউনিয়ন কমান্ডার ও মুক্তিযোদ্ধাসহ পরিবারের সদস্যবৃন্দ। পরিশেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য,সম্প্রতি বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মুকুল ও শিক্ষানুরাগী গিয়াসউদ্দিন চৌধুরীর প্রদত্ত অনুদান হতে প্রাপ্য ব্যাংকের লভ্যাংশ থেকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বন্দরের ৩৬জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।