নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : বন্দরে ইউপি নির্বাচনের মনোনয়ন বিক্রয় শুরু হয়েছে। বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচনী আমেজ পুরাদমে শুরু হয়েছে। এতদিন তফসিল ঘোষণার অপেক্ষায় বিভিন্ন অঞ্চলের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা তাদের প্রচার প্রচারণার কাজ মন্থর গতিতে চালিয়ে আসলেও সম্প্রতি তফসিল ঘোষণার পর হতেই প্রার্থীদের মাঝে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন এর প্রদত্ত গণবিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার হতে বন্দরের ৫টি ইউনিয়নে মনোনয়নপত্র ক্রয় শুরু হয়েছে। মঙ্গলবার প্রথম দিনে মেম্বার পদে ৭৫জন জন এবং চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছে। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কলাগাছিয়া ইউনিয়নের বিএনপি’র প্রার্থী মহিউদ্দিন শিশির,ধামগড়র মাসুদ রানা এছাড়া মেম্বার পদে মুসাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে হাজী মোঃ জহিরুল হক,ধামগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডে খায়রুউদ্দিন মেম্বার,কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শহীদ হোসেন মেম্বার,নারী সদস্যদের মধ্যে ধামগড় ইউনিয়নের সংরক্ষিত ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে সখিনা বেগম,একই ইউনিয়নের ৭,৮ ৯ নং সংরক্ষিত ওয়ার্ডে সুফিয়া বেগম,মদনপুর ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে ফাতেমা বেগমের নাম উল্লেখযোগ্য। এদিকে নির্বাচন সংক্রান্তে জানতে চাইলে বন্দর উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুমন মিয়া জানান,নির্বাচনে কোনপ্রকার অনিয়ম বরদাশত করা হবেনা। নির্বাচনে রঙ্গীন পোষ্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। যে সকল প্রার্থী নির্বাচনপূর্বক পোষ্টার বিভিন্ন দেয়ালে সাঁটিয়েছে তাদেরকে স্ব-স্ব পোষ্টার উচ্ছেদের অনুরোধ জানান।