বন্দরে আকিজ সিমেন্ট কর্তৃপক্ষের উপর ফুঁসে উঠছে এলাকাবাসী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলায় অবস্থিত আকিজ সিমেন্ট কোম্পানীটি আর্শিবাদ না হয়ে অভিশাপে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এ প্রতিষ্ঠানটি বায়ু দুষনসহ বিভিন্নভাবে সাধারণ মানুষের জীবন একে একে কেড়ে নিচ্ছে। সম্প্রতি আকিজ গ্রুপের একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-১০১০) সাফায়াত নামে এক শিশুকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনাকে কেন্দ্র করে আবারো সমালোচনায় চলে আসে আকিজ।

রোববার (৩১ আগস্ট) সকালে উপজেলার নবীগঞ্জ লতিফ হাজির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সাফায়াত ওই এলাকার মো.মাসুদের ছেলে এবং স্থানীয় কদম রসূল শিশুবাগ কিন্ডার গার্টেন স্কুলের ৩য় শ্রেণির ছাত্র। এ ঘটনার প্রতিবাদে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। কিন্তু এসব ঘটনায় র্কতৃপক্ষের কার্যকরি কোন ব্যবস্থা না দেখায় ক্ষুব্দ এলাকাবাসী।

অভিযোগ উঠেছে, সিমেন্টের ফ্লাই আশের কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পরেছে এখানকার শিশুসহ বৃদ্ধা ব্যাক্তিরা। এছাড়াও সিটি কর্পোরেশন কর্তৃক র্নিমিত একরামপুর ও নবীগঞ্জে রাস্তা দিয়ে ২৪ ঘন্টা ভারি যানবাহন বেপরোয়াভাবে  চলাচলের কারনে বিভিন্ন সময়ে সড়ক র্দূঘটনায় অকালে প্রান হারাচ্ছে স্কুল ছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এলাকাবাসী জানিয়েছে, যেখানে সেখানে গাড়ি পার্কিং দেখে যে কেউ মনে করবে কামাল উদ্দিনের মোড় থেকে আকিজ সিমেন্ট পর্যন্ত সকল জায়গাই কোম্পনীর। দিন যতই যাচ্ছে আকিজ কর্তৃপক্ষের অনৈতিক কর্মকান্ডের প্রতি ফুঁসে উঠতে শুরু করেছে একরামপুরসহ এর আশে পাশের এলাকার সাধারন জনগন। মারাতœক ঝুঁকি নিয়ে ২৩ নং ওয়ার্ডে বসবাস করছে এই এলাকার জনগন।

সিমেন্টের ফ্লাই আশের কারনে হাঁপানী, এজমাসহ নানা রোগে আক্রান্ত হয়ে পরেছে ২৩ নং ওয়ার্ডের হাজার  হাজার  নারী পুরুষ। শব্দ দূষনের কারনে উল্লেখিত এলাকার স্কুল ও কলেজে পড়–য়া ছেলে মেয়েদের লেখা পাড়ার বিগ্ন সৃষ্টি হচ্ছে। পরিবেশ দূষন ও শব্দ দূষনের কবল থেকে মদনগঞ্জবাসীকে রেহাই দেওয়ার  জন্য নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ  কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

add-content

আরও খবর

পঠিত