নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার বন্দর ২০ নং ওয়ার্ড সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের বাষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান নিয়ে সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নেতাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করা নিয়ে স্থানীয় বিএনপি ও সচেতন জনগণের মধ্যে চাপা ক্ষোভ ও সমালোচনা বিরাজ করছে।
সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের অন্যান্য ম্যানেজিং কমিটির সদস্যরা স্বৈরাচার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মঞ্চে উপস্থিতি দেখে অনুষ্ঠান ত্যাগ করেছে বলে জানা গেছে। এদিকে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত রেখে তার পাশে সৈরাচার আওয়ামী ও জাপা দোষরদের অবস্থানকে নানা বিতর্ক সৃষ্টি করেছে অনুষ্ঠানের আয়োজকরা। গত মঙ্গলবার ২৫ শে ফেব্রুয়ারি সকালে বন্দরের সোনাকান্দা উচ্চ বিদ্যালয় এই বিতর্কিত অনুষ্ঠান নিয়ে এলাকায় চরম উত্তেজনা সহ ক্ষোভের সঞ্চার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাশফাকুর রহমান। তিনি বিশেষ কারণে উপস্থিত না থাকলেও বন্দরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় সাবেক কাউন্সিলর ও বিএনপির থানা সভাপতি সহ অন্যান্য ম্যানেজিং কমিটি সদস্যরা উপস্থিত হওয়ার পূর্বেই চেয়ার দখল করে বসে থাকে বন্দর উপজেলার সেচ্চাসেবক লীগের সাবেক সভাপতি আমানুল্লাহ আমান ও জাপানেতা জাহের আলীসহ অন্যান্য।
বিদ্যালয়ের অভিভাবক শিক্ষক ও স্থানীয়রা ক্ষোভের সাথে জানায়, সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও আয়োজকরা সুকৌশলে বন্দরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিতর্কিত করার জন্য আওয়ামী ও জাপা দোষরদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ করে মঞ্চে বসিয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গ কে মূল্যায়ন না করে স্বৈরাচারদের চেয়ারে বসানোর ঘটনা খুবই দুঃখজনক। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, সেই সাথে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।