বন্দরে অটো রিকশা চুরি, হামলার শিকার সোর্সসহ তিন পুলিশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি, শেখ আরিফ ) : নারায়ণগঞ্জ বন্দরের কুড়িপাড়া এলাকায় গ্যারেজ থেকে ব্যাটারী চালিত ৯টি অটো রিকশা চুরির ঘটনায় ইয়াসিন নামে এক অটো রিকশা চালককে চোর আখ্যা দিয়ে মারধর করে আটক করে রেখেছে গ্যারেজের মালিক মনির হোসেন। সংবাদ পেয়ে উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীর হামলার শিকার হয়েছেন বন্দর থানার এসআই শহীদুল ইসলাম, কনস্টেবল ইকবাল ও সোর্স শাহ আলম। ১২ ডিসেম্বর শনিবার রাত ২ টায় নাসিক ২৭নং ওয়ার্ডের বন্দরের কুড়িপাড়া এলাকায় ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, গত ৭ ডিসেম্বর সোমবার রাতে বন্দরের কুড়িপাড়া এলাকার মৃত আশু মিয়ার ছেলে মনির হোসেনের গ্যারেজে চুরির ঘটনা ঘটে। চোরেরা গ্যারেজের তালা ভেঙ্গে পিকআপ ভ্যানে করে ৯টি ব্যাটারী চালিত অটো রিকশা নিয়ে যায়। এ ব্যাপারে গত ৮ ডিসেম্বর মঙ্গলবার বন্দর থানায় লিখিত অভিযোগ করেন গ্যারেজ মালিক মনির হোসেন। কিন্তু অভিযোগের ৬দিন পরও চুরি হওয়া অটো রিকশা উদ্ধার সম্ভব হয়নি।

গ্যারেজ মালিক মনির হোসেন জানান, চুরির আগের দিন ইয়াসিন গ্যারেজের আশপাশে ঘুরাঘুরি করছিল। এরপর পরই ৯টি অটোরিকশা চুরি হয়। এ বিষয়ে তাকে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সামনে হাজির করা হলে ইয়াসিন অটোরিকশা চুরির ব্যাপারে বন্দরের রামনগর এলাকার সুমন ডাকাতের নাম বলে।

এদিকে, অটো রিকশা চালক ইয়াসিনকে আটক ও মারধরের ঘটনাটি পুলিশ জানতে পেরে শনিবার রাত ২ টার দিকে মনিরের ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় এলাকার মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালায়। এ সময়  টহল ডিউটিরত এসআই শহীদুল ইসলাম, কনস্টেবল ইকবাল ও সোর্স শাহ আলম আহত হন।

এ ব্যাপারে বন্দর থানার উপ পুলিশ পরিদর্শক এসআই শহীদুল ইসলাম জানান, শনিবার রাতে তিনি টহল ডিউটিতে ছিলেন। অটো রিকশা চালককে আটকে রেখে নির্যাতনের খবর ওসি স্যার এবং ডিউটি অফিসারের মোবাইল ফোনে জানতে পেরে ইয়াসিনকে উদ্ধার করতে যান। এ সময় মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে ইয়াসিনকে নিয়ে কৌশলে পালিয়ে যায় মনিরের লোকজন। তবে পুলিশের উপর হামলা বা  মারধরের কোন ঘটেনি বলে এসআই শহীদুল ইসলাম জানান।

এ ব্যাপারে ইয়াসিনের মা সামসুন্নাহার জানান, তার ছেলে একজন অটো রিকশা চালক। ছেলেকে ডাকাত আখ্যা দিয়ে ৫দিন ধরে নির্যাতন করা হচ্ছে। বর্তমানে ছেলে কোথায় আছে জানেন না তিনি। বিষয়টি পুলিশকে মৌখিক ভাবে জানানো হয়েছে বলে তিনি জানান।

add-content

আরও খবর

পঠিত