নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি): বন্দর ১নং খেয়াঘাট অটোরিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতির সভাপতি তপন খানকে করার জন্য সকল চালকরা গনসাক্ষরিত সারকলিপি প্রদান করেন নারায়নগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের দপ্তর, নারায়নগঞ্জ পুলিশ সুপার, বন্দর উপজেলা নির্বাহী অফিসার, বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা সমবায় অফিসার, নারায়নগঞ্জ জেলা দূর্নীতি দমন বুরো, নারায়নগঞ্জ প্রেসক্লাব ও বন্দর প্রেসক্লাবে। সারকলিপিতে উল্লেখ করেন চালক সমবায় সমিতির নামে প্রতিদিন বিনারিসিটে ১০টাকা করে চাঁদা নেওয়া হয়। এর প্রতিবাদ করলে বিভিন্ন নির্যাতন ও গাড়ী চালানো বন্ধ করে দেয় এর জন্য প্রতিবাদ করার সাহস পাইনা। গাড়ি চলা কালিন কোন দূর্ঘটনা হলে ক্ষতিপূরনের কিছু টাকা সমবায় সমিতি বহন করে সেই টাকা এখন সঠিক ভাবে পাইনা বিভিন্ন তালবাহানা করেন চালক কমিটির সাধারন সম্পাদক শাহ আলম। একমাস যাবত কমিটির কোন কার্যক্রম নেই আমরা অভিভাবক ব্যতীত অসহায় হয়ে পড়েছি। আমাদের সমস্যা সমাধান করার কেহ নেই। তাই ষ্টান্ড পরিচালনা করার জন্য বর্তমান পরিস্থিতিতে সাবেক সভাপতি মো:তপন খানকে আমরা মনোনীত করতেছি। আশা করি তিনি শান্তি শৃংখলা ও সুষ্ঠভাবে পরিচালনা করতে পারবেন। এবেপারে সাবেক সভাপতি তপন খান আমাদের জানান ১নং খেয়াঘাটের ষ্টান্ড আমার হাতে গড়া দীর্ঘ দিন আমি চালকদের পাশে থেকে ষ্টান্ড পরিচালনা করেছি বিভিন্ন সমস্যার কারনে মাঝে দায়িত্ব ছেড়ে দিয়ে ছিলাম। কিন্তু এক মাস যাবত ষ্টান্ড পরিচালনার জন্য কেও নাই তাই চালকরা বিভিন্ন সমস্যার সম্মুক্ষীন হচ্ছে তা দেখে আর দূরে থাকতে পারলাম না।