বন্দরের মধ্যে আমিই একমাত্র নৌকা প্রতীকের দাবীদার : আরজু ভূঁইয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া বলেছেন,  শেখ হাসিনা উন্নয়নের নেত্রী। তার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের একটি দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে। তার নেতৃত্বে নারীরা আজ সাবলম্বী। নারীরা বিভিন্ন কাজে এগিয়ে আসায় দেশের সামগ্রীক অর্থনীতি আজ শক্তিশালী। তিনি নারী নেতৃত্বের এক নতুন উদাহারণ সৃষ্টি করেছেন। তার উন্নয়নের অগ্রযাত্রায় আমরা শামিল হতে চাই। তার উন্নয়নের অংশীদার হতে হলে বন্দরে এবার নৌকার প্রার্থীর বিকল্প আমরা ভাবতে চাইনা। ২৯ জুলাই শনিবার বিকেলে স্থানীয়দের আয়োজেনে এক উঠান বৈঠকে আরজু রহমান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন।

না:গঞ্জ-৫ আসনে যেকোন মূল্যে আমরা এবার নৌকার প্রার্থী পেতে চাই। আমি বন্দরের সন্তান ও আপনাদের কাছের একজন মানুষ। বন্দরের মধ্যে আমিই একমাত্র নৌকা প্রতীকের দাবীদার। সেক্ষেত্রে আপনারা আমার পাশে থাকবেন ও নৌকার জন্য আওয়াজ তুলবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি এবং নৌকার জন্য সবাইকে মাঠে ময়দানে কাজ করার আহবান জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে না:গঞ্জ-৫ আসনে আমাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় এবং আমি যাতে আপনাদের সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে অত্র আসনের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে পারি।

বন্দরের মদনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মদনপুর উত্তরপাড়া গ্রামে প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদের সভাপতিত্বে ও এড. আল মামুন ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলী ভান্ডারী, মদনপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আ:লীগের সাধারণ সম্পাদক মুসলিম প্রধান, আ’লীগ নেতা মোজাম্মেল হক মুকুল, ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ মিয়া, যুবলীগ নেতা ইকবাল ভূঁইয়া, ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন ভূঁইয়া, হাজী হাবীবুল্লাহ, সারোয়ার হোসেন কিরণ, জহিরুল ভূঁইয়া, বন্দর উপজেলা মহিলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মিলন আক্তার, প্রচার সম্পাদক স্বপ্না বেগম, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল, বিপসা, আঃ আলীম, ইলিয়াছ, বন্দর থানা তাঁতী লীগের যুগ্ম সম্পাদক সিরাজ মিয়া ও এলাকার গণ্যমান্য কয়েক শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। আরজু ভূঁইয়াকে পেয়ে সবাইকে উচ্ছাস প্রকাশ করতে দেখা যায় এবং এলাকার সন্তান হিসেবে তার পাশে থেকে তার জন্য সবাই কাজ করার আশা ব্যক্ত করেন।

add-content

আরও খবর

পঠিত