বদলগাছীতে সড়কের পাশে ব্যাগে মোড়ানো জীবিত নবজাতক !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বদলগাছী, নওগাঁ প্রতিনিধি ) : নওগাঁর বদলগাছীতে  সড়কের পাশ থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় ৩/৪ দিন বয়সের একটি জীবিত নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করেছে পথচারিরা। ৫ জুন শুক্রবার রাত ৮টায় বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর- জামালগঞ্জ সড়কের চাঁপাডাল (পাইকর তলী) থেকে ওই নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে ইউপি সদস্য আবদুল সালাম  বলেন, শুক্রবার রাত ৮টায় পথের ধারে একটি শিশুর কান্না শুনতে পান পথচারি সাবানা এবং ঝরনা। কান্নার শব্দ শুনে কাছে গিয়ে দেখেন ব্যাগের ভিতরে একটি  শিশু, তৎক্ষনাত ওই স্থান থেকে শিশুটিকে উদ্ধার করে পাহাড়পুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে শিশুটির বয়স ৩/৪ দিনের মত হবে।

পাহাড়পুর পুলিশ ফাঁরির ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন, শিশুটিকে নিয়ে ফাঁড়িতে আসার পর আমি ফোনে অবগত করি নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়কে। পুলিশ সুপার মহোদয় তৎক্ষণাৎ বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন। তারপর আমি বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে ভর্তি করি। কিছু পরে কর্তব্যরত ডাক্তার সুস্থতার ছাড়পত্র দিলে বাচ্চাটিকে নিয়ে দুধমাতার সন্ধান করি।

পরবর্তীতে পাহাড়পুর ফাঁড়ির পাশে মুনিরুজ্জামান মুন্নার স্ত্রী মোছাঃ রাবেয়া আক্তার রিপা দুধমাতার খোঁজ পাই এবং পুলিশ সুপার মহোদয়ের পরামর্শক্রমে বাচ্চাটিকে রাত ১২ টায় দুধমাতার জিম্মায় দেয়। মুনিরুজ্জামান মুন্না বলেন বাচ্চাটা আপাতত আমার জিম্মায় আছে, আমার স্ত্রী বাচ্চাটিকে নিজের সন্তানের মত দেখাশুনা করছে। আইনি প্রক্রিয়াই আমরা বাচ্চাটাকে নিতে চাই। যদি বাচ্চাটাকে আমাদের দেওয়া হয় তাহলে আমরা নিজের সন্তানের মতো আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবো।

add-content

আরও খবর

পঠিত