বদলগাছীতে প্রচন্ড শীতে ইরি-বোরো ধান রোপন নিয়ে ব্যস্ত কৃষকরা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) : নওগাঁর বদলগাছীতে প্রচন্ড শীতে ইরি-বোরো ধান রোপন নিয়ে ব্যস্ত সময় পার করছে উপজেলার কৃষকরা। উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায় তারা জমিতে পানি দিয়ে হাল চাষ করে জমি তৈরি করছে।

আবার কেউ কেউ চারা রেপোন শুরু করেছে। প্রবাদ আছে মাঘের শীতে বাঘ কাদে। মাঘ মাসের প্রথম দিন সকাল থেকে সূর্যের মুখ দেখা যাইনি। দুপুরের দিকে সূর্যের মুখ দেখা গেলেও রোদের তেমন তাপমাত্রা ছিল না। দিনভর ছিল প্রচন্ড শীত। ঘর থেকে বের হওয়া যায় না। তারপরেও প্রচন্ড শীত অপেক্ষা করে চলছে ইরি-বোরো চাষাবাদ। সকালের কনকনে শীতের মধ্যেও দেখা যাচ্ছে ইরি-বোরো ধান রোপনের ব্যস্ততা।

উপজেলার সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামের মো. ফারুক হোসেন, আব্দুল কুদ্দুস, মাসিমপুর গ্রামের আবু সাইদ, তজিবর, আধাইপুর ইউনিয়ন জগনাথপুর গ্রামের এবনে কাশেম, সইদুল বলেন, আমাদের প্রচন্ড শীতের মধ্যে কষ্ট করে ইরি-বোরো ধান রোপনের জন্য ব্যস্ত সময় পার করতে হচ্ছে।

কোলা ইউপির কেশাইল গ্রামের রেজ্জাক হোসেন বলেন, আমরা আগাম জাতের ধান রোপন পুরোদমে শুরু করেছি। উপজেলা কৃষি অফিসার মো. হাসান আলী বলেন, এবার সরকারি ভাবে ইরি-বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৩শ হেক্টর জমিতে। কৃষকেরা পুরো দমে রোপন শুরু করেছে। আমরা কৃষি অফিস থেকে কৃষকদের সব সময় সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছি।

add-content

আরও খবর

পঠিত