বদলগাছীতে পাঠ্যপুস্তুক বিতরণ উৎসব পালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) : সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছী উপজেলায় ২০১৯ ইং সালের পাঠ্যপুস্তুক বিতরণ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলেদেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের প্রথম দিনে নতুন বই তুলে দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন।

পরে বেলা ১১ টায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যপুস্তুক বিতরণ করেন প্রধান অতিথি। নতুন বই পাওয়ার আশায় ঐ বিদ্যালয় মাঠে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের যেন এক আনন্দমেলা। বই পাওয়া কিছু শিক্ষার্থী বলেন, বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে তাঁরা খুব আনন্দিত।

বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াসিউর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার শফি উদ্দীন শেখ, সরকারি মডেল পাইল্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিংহ উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুনিরুল ইসলাম সাজু সহ উক্ত স্কুলের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। পরে বদলগাছী লাবণ্য প্রভা বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের হাতে নতুন বই তুলেদেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম।

add-content

আরও খবর

পঠিত