বদলগাছীতে অবৈধভাবে নির্মিত ২২টি দোকান ঘর উচ্ছেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নওগাঁ প্রতিনিধি ) : নওগাঁর বদলগাছীতে পাউবোর জায়গায় অবৈধভাবে নির্মিত ২২টি দোকান ঘর উচ্ছেদ করা হয়। গত ৬ ফেব্রয়ারী সোমবার বেলা ১২ টায় উপজেলার মথুরাপুর ইউপির জাবারীপুর বাজারে ছোট যমুনা নদীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় অবৈধভাবে দখলকারীদের নির্মিত ২২টি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। জানা যায়, গত ২৭/১২/২০১৬ ইং তারিখে অবৈধ ভাবে দখলকারীদের ২২ জনকে নোটিশের মাধ্যমে দোকান ঘরের যাবতীয় মালামাল সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন। নোটিশ অমান্য করলে অভিযান চালিয়ে দোকান ঘর উচ্ছেদ করা হবে। জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস, এম হাবিবুল হাসানের নেতৃত্বে নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ ফোর্স ও বদলগাছী থানা পুলিশকে সংগে নিয়ে এই উচ্ছেদ অভিযান চালান।

এসময় আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী শাখা ব্যবস্থাপক শাহাদৎ হোসেন, উপ-প্রকৌশলী নাজমুল হক, শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, কার্য সহকারী লিয়াকত আলী, বদলগাছী থানার এস আই বুলবুল আহম্মেদ, এসআই সুমন হোসেন, এ এসআই খারুজ্জামান, এ এসআই নূর ইসলাম প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত