বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ কাপ পর্বের ২য় রাউন্ডে না.গঞ্জ জেলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২১ এর পদ্মা অঞ্চলের হোম এন্ড এওয়ে ম্যাচে নারায়ণগঞ্জ জেলা ৩-০ গোলে ঢাকাকে পরাজিত করে কাপ পর্বের ২য় রাউন্ডে উঠেছে।

আজ ৬ই ডিমেম্বর সোমবার কমলাপুরে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী নারায়ণগঞ্জের কাছে হার মানে ঢাকা। প্রথম মোকাবেলায় ঢাকা ০-৫ গোলে পরাজিত হলেও এদিন মোটামুটি লড়াই করেছে। তবে শক্তির বিচারে নারায়ণগঞ্জের কাছে হারতেই হলো তাদের। খেলার ১৬ মিনিটে গোল থেকে বঞ্চিত হন রাজন মিয়া। ১৯ মিনিটে গোল মিস করেন ইমরান হোসেন পাপ্পু। ২৬ মিনিটে ঢাকার কিপারকে বোকা বানান সাকিব বেপারী বাবু ১-০। এ অর্ধে ঢাকার একটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন আজ মাঠে নামা ওবায়েদুর শুভ। দারুন একটা সেভ দেন শুভ। ১-০ গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধে গোল বাড়ানোর সুযোগ মিস করেছে নারায়ণগঞ্জ অন্তত ৩টি। দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে মাঝমাঠে খেলোয়াড় জাহিদ হাসান গোল করেন ২-০। ৩২ মিনিটের মাথায় আবার সাকিব বেপারী বাবু জোড়ালো শর্টে পরাভুত করেন ঢাকার কিপারকে। ২ ম্যাচে নারায়ণগঞ্জ প্রতিপক্ষ ঢাকা হারিয়ে কাপ পর্বে খেলার যোগ্যতা পায়। নারায়ণগঞ্জের প্রতিপক্ষ এখন কুমিল্লা। আগামী ১০ জানুয়ারী খেলবে নারায়ণগঞ্জ তাদের পরবর্তী ম্যাচ।

নারায়ণগঞ্জ জেলা : ওবায়েদুর শুভ, মো. জুম্মান, মো. নাজমুল হোসেন (মো. জাবেদ), মো. আকাশ মো. নয়ন হোসেন, জাহিদুল হাসান ডালিম (অধিনায়ক) (শংকর দাস), মো. জাহিদ হোসেন, সাকিব বেপারী বাবু, ইমরান হোসেন পাপ্পু, মো. রাজন মিয়া (টনি বর্মণ), মেহেদী হাসান রিয়াদ।

add-content

আরও খবর

পঠিত